জানেন বাংলার কোন জেলায় রয়েছে দুটি সরস্বতী মন্দির?

দেব-দেবীর অজস্র মন্দির থাকলেও, সরস্বতীর মন্দির বিরল।

July 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেব-দেবীর অজস্র মন্দির থাকলেও, সরস্বতীর মন্দির বিরল। হাওড়া জেলায় রয়েছে দু’টি সরস্বতী মন্দির। হাওড়া শহরের পঞ্চাননতলায় রয়েছে সরস্বতী মন্দির। যার
বয়স ১০০ বছরেরও অধিক।

দ্বিতীয় মন্দিরটি রয়েছে উদয়নারায়ণপুর থানার হরালী এলাকার খেমপুর গ্রামে। ২০১৬ সালে মন্দিরটি নির্মিত হয়। গ্রামীণ হাওড়ার প্রথম সরস্বতী মন্দির এটিই। স্থানীয় জানা পরিবারের প্রবীণ সদস্য সন্তোষকুমার জানা ২০১৫ সালে একদিন স্বপ্নে দেবী সরস্বতীর দর্শন পান। হাওড়া থেকে তিনি পৈতৃক বাড়ি খেমপুরে চলে আসেন। স্বপ্নের কথা জানান, পরিবার ও গ্রামের সকলের সাহায্যের আশ্বাসে পরদিন থেকেই জানা পরিবারের জমিতে শুরু হয় সরস্বতী মন্দির নির্মাণ। ৪০০ বর্গফুট এলাকাজুড়ে গড়ে উঠেছে মন্দিরটি। মন্দিরের উচ্চতা ৪০ ফুট। মন্দিরের ভিতরে রয়েছে ৪ ফুট উচ্চতা বিশিষ্টি শ্বেতপাথরের দ্বিভুজা সরস্বতী মূর্তি। রাজস্থানের জয়পুর থেকে মূর্তি আনা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen