ঝালমুড়ি বিক্রেতার মেয়ে প্রথম স্থান অধিকার করল মাদ্রাসা পরীক্ষায়

মাদ্রাসা বোর্ডের ফাইনাল পরীক্ষায় জয়জয়কার মালদা জেলার।

May 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: এবিপি

মাদ্রাসা বোর্ডের ফাইনাল পরীক্ষায় জয়জয়কার মালদা জেলার। প্রথম থেকে টানা পঞ্চম স্থান পর্যন্ত মেধা তালিকায় মালদা জেলার পরীক্ষার্থীরা। মাদ্রাসা বোর্ডের শীর্ষ দশ জনের তালিকায় স্থান পেয়েছে ১৫ জন, তাঁদের মধ্যে ১০ জনই মালদার।

ভাদোগ্রামের বাসিন্দা সারিফা খাতুন। বাবা উজির হোসেন পেশায় ঝালমুড়ি বিক্রেতা। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন সারিফা। হাই মাদ্রাসার পরীক্ষায় ৮০০ এর মধ্যে পেয়েছে ৭৮৬। কিন্তু ভাল ফল করলেও উচ্চশিক্ষার সংস্থান কীভাবে হবে তা নিয়ে সংশয়ে সারিফার পরিবার। ভবিষ্যতে সারিফা ডাক্তার হতে চান। কিন্তু কীভাবে সেটা সম্ভব হবে, তা নিয়ে চিন্তায় গোটা পরিবার। সারিফার বাবা বলেন, “মুখ্যমন্ত্রী যদি সাহায্য করেন তাহলে মেয়ের পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হবে।”

রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে বটতলা আদর্শ হাই মাদ্রাসারই ছাত্রী ইমরানা আফরোজ। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। ইমরানার বাবা শিক্ষকতা করেন। এই বটতলা আদর্শ হাই মাদ্রাসার আরও দু’জন রাজ্যে মেধাতালিকায় ঠাঁই পেয়েছে। তাঁরা হল, মাহিদা খাতুন ও আঞ্জুমানারা খাতুন। দু’জনেই ৭৬৩ করে নম্বর পেয়ে যুগ্ম দশম স্থান অধিকার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen