এবার নেটফ্লিক্সে আসতে চলেছে সত্যজিতের গল্প

তবে এই সিরিজিই নয়, সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা করল, মোট ৪১ টি প্রোজেক্ট নিয়ে আসছে তারা৷ সব কটিই একেবারে নতুন এবং চমক দেওয়ার মতো৷

March 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নেটফ্লিক্সে এবার আসতে চলেছে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে একঝাঁক ছবি৷ বলিউডে নামজাদা অভিনেতাদের দেখা যাবে এই নেটফ্লিক্সের (Netflix) সত্যজিতের সিরিজে৷ যার নাম ‘রে’৷ সম্প্রতি তারই ফার্স্টলুক শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)৷ এটাই তাঁর প্রথম হিন্দি সিরিজ৷

কয়েক দিন আগেই জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) ফেলুদা সিরিজ নিয়ে এসে সবার মন জয় করেছেন সৃজিত৷ এবার হিন্দিতে তাঁর প্রথম সিরিজ৷

সত্যজিৎ রায়ের লেখা গল্প নিয়ে এই সিরিজে দেখা যাবে, মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), গজরাজ রাও, আলি ফজল, শ্বেতা বসু প্রসাদ, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, আকাঙ্খা রঞ্জন কাপুর, বিদিতা বাগ, চন্দন রায় সান্যাল, রঘুবীর যাদবের মতো অভিনেতাদের৷

তবে এই সিরিজিই নয়, সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা করল, মোট ৪১ টি প্রোজেক্ট নিয়ে আসছে তারা৷ সব কটিই একেবারে নতুন এবং চমক দেওয়ার মতো৷ যেখানে দেখা যাবে মাধুরী দীক্ষিত, কঙ্কনা সেনশর্মা, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, রবিনা ট্যান্ডন, অদিতি রাও হায়দেরি, কার্তিক আরিয়ানের মতো বলিউড স্টারেদের৷

করোনার কারণে লকডাউন (Lock Down)। আর গত বছর মার্চ মাস থেকেই সিনেমাহল একেবারে বন্ধ। তবে সময় পেরিয়ে জীবন এখন সুস্থ ছন্দে ফেরার চেষ্টায়। ফের খোলা হয়েছে সিনেমাহল। তবে দর্শক সংখ্যা খুবই কম৷

লকডাউনের সময় ওটিটি-তে অভ্যস্ত হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ৷ মোবাইল ফোনেই সিনেমার দিকে চোখ রেখেছেন৷ আর তাই তো পরিচালক থেকে প্রযোজক সবাই ওটিটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত৷ নতুন নতুন আইডিয়া নিয়েও মাঠে নামছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen