২০৩৪-র ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে, জানাল FIFA
সকলের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো এ’কথা ঘোষণা করেন।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন হবে সৌদি আরবেই, অনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা। বুধবার, সকলের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো এ’কথা ঘোষণা করেন। ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে পর্তুগাল, স্পেন ও মরক্কোতে। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্তিনা ও প্যারাগুয়েতে। ২০২২ সালে প্রথমবারের জন্য আরব দেশে বিশ্বকাপ আয়োজন করে ফিফা। গরমের কথা মাথায় রেখে জুন-জুলাইয়ের বদলে ডিসেম্বরে বসেছিল বিশ্বকাপের আসর। সৌদি আরবের ক্ষেত্রেও একই পন্থা নেওয়া হবে।
নানান মহলের দাবি, অর্থের জোরেই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ছিনিয়ে নেয় মধ্যপ্রাচ্যের দেশ। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে প্রথমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে বিড জমা দিলেও, পরবর্তী সময়ে তারা সরে দাঁড়ায়। অবশেষে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি। টুর্নামেন্টের আগে আটটি নতুন স্টেডিয়াম গড়ে তুলবে তারা। দেশের ১৫টি রাজ্যে আসর বসবে। বিশ্বের ফুটবলপ্রেমী দর্শকের কথা মাথায় রেখে, প্রায় এক লক্ষ ৭৫ হাজার হোটেল রুমের ব্যবস্থা করা হবে। ফুটবলের মহাযজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছে সৌদি আরব।