‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লিখেছেন জীবনানন্দ? কটাক্ষের পাত্র হলেন সৌমিত্র খাঁ

মনীষীদের সম্পর্কে রাজনীতিবিদদের তথ্য গুলিয়ে ফেলার প্রবণতা অব্যাহত।

January 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়গ্রামের জনসভায়, কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে দলের অস্বস্তি চরমে তুললেন বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ দাবি করছেন, ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’….এই লাইনটি জীবনানন্দ দাসের!

কিন্তু, আদতে রায়গুণাকর ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যে এই উক্তিটি ঈশ্বরী পাটনীর মুখে রয়েছে।

সৌমিত্র খাঁর (Saumitra Khan) মন্তব্য নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল (Trinamool)। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের কটাক্ষ, বাংলার সংস্কৃতি, বাংলার কবি-লেখক,কাউকেই তো জানলেন না। এই পংক্তির রচয়িতা ভারতচন্দ্র রায়গুনাকর, অন্নদমঙ্গল কাব্যে তা রয়েছে। অথচ যা মুখে আসছে তাই বলে দিচ্ছেন।

মনীষী, সাহিত্যিক ও তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে রাজনীতিবিদদের আলটপকা মন্তব্য এই প্রথম নয়। সহজপাঠ বিদ্যাসাগরের লেখা বলে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাস্তবে সহজপাঠের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর। অমিত শাহ দাবি করেছিলেন রবীন্রনাথের জন্ম বোলপুরে। কিছুদিন আগে বংগো সফরে এসে শ্রী চৈতন্যের দীক্ষা নিয়ে ভুল মন্তব্য করেছিলেন জেপি নাড্ডা (JP Nadda)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen