ন্যাড়া হলেন সৌমিত্র খাঁ, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

তবে, স্বীকার করতেই হবে, একুশের নির্বাচনের আগে, ধর্মকেই ঢাল বানিয়ে লড়তে চায় বিজেপি। আর সেই অস্ত্রে শান দিলেন সাংসদ।

August 17, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

মাথা মুণ্ডন ও যজ্ঞ করে ষাঁড়েশ্বর মহাদেবের কাছে রাজ্য থেকে তৃণমূল সরকারকে বিদায় করার সংকল্প করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। লড়াইয়ের ময়দানে নামার প্রতীক হিসেবে দলের যুবকর্মীদের হাতে তুলে দিলেন ত্রিশূল।

এদিন সাংসদ সৌমিত্র খাঁ’র সঙ্গে দলের নেতা সহ ন’জন মাথা মুণ্ডন করেন। তাঁর এহেন উদ্যোগে প্রাথমিকভাবে হতচকিত অনেকেই।

সাংসদের বিস্ময়কর এই আচরণে সামাজিক মাধ্যমে হাসির রোল উঠেছে। সবাই সাংসদকে নিয়ে মস্করায় মেতেছেন।

নেটিজেনদের প্রশ্ন, বাঙালি মুণ্ডন করে অভিভাবকের মৃত্যুতে। সৌমিত্র খাঁ কি বিজেপির আদ্যশ্রাদ্ধ সারলেন? কেউ কেউ আবার ব্যঙ্গ করে বলছেন উনি বাংলার যোগী।

অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন ৪০ এর দশকে নেতাজির এক উক্তি যেখানে তিনি গেরুয়া বসন পরিহিত, ত্রিশূলধারী হিন্দু মহাসভাকে নির্বাচনে পরাস্ত করার আহ্বান জানাচ্ছেন।

অনেকের আবার প্রশ্ন, করোনা কালে সামাজিক দূরত্ব বজায় না রেখে যাগযজ্ঞ করে কি লাভ হবে।

তবে, স্বীকার করতেই হবে, একুশের নির্বাচনের আগে, ধর্মকেই ঢাল বানিয়ে লড়তে চায় বিজেপি। আর সেই অস্ত্রে শান দিলেন সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen