Savarkar: স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় মন্ত্রকের পোস্টারে নেতাজির তুলনায় অধিক প্রাধান্য সাভারকারকে!

স্বাধীনতা দিবসের (Independence Day) দিন নতুন বিতর্কের জন্ম দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas)।

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৬: স্বাধীনতা দিবসের (Independence Day) দিন নতুন বিতর্কের জন্ম দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas)। মন্ত্রকের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হিন্দুত্ববাদী আদর্শবিদ বিনায়ক দামোদর সাভারকরকে (VD Savarkar) প্রধান স্থান দেওয়া হয়েছে, অন্যদিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) সম্পূর্ণভাবে বাদ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও পোস্টটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) এবং মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ছবি ছিল, কিন্তু সাভারকরের ছবির তুলনায় তাঁদের ছবি আকারে ছোট করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে।

সাভারকর নিয়ে বিতর্ক নতুন নয়। মহাত্মা গান্ধী হত্যা মামলায় (Gandhi assassination case) অভিযুক্ত ছিলেন তিনি, যদিও প্রমাণের অভাবে খালাস হয়েছিলেন। তাঁর বই ‘এসেনশিয়ালস অফ হিন্দুত্ব’-এ (Essentials of Hindutva, 1925) সাভারকর মুসলিম ও খ্রিস্টানদের ‘বিদেশি আক্রমণকারীদের বংশধর’ বলে উল্লেখ করেছিলেন। এই বইটি হিন্দুত্ববাদী রাজনীতির (Hindutva politics) তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

এবারের পোস্ট নিয়ে প্রশ্ন উঠছে, ব্রিটিশ সরকারের কাছে ‘অনুগত ভৃত্য’ (loyal servant) হিসেবে আত্মসমর্পণকারী সাভারকর কীভাবে নেতাজি ও ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের সমমর্যাদায় স্থান পেলেন? যদিও সাভারকরের আন্দামানের সেলুলার জেল (Cellular Jail) থেকে মুচলেকা (mercy petition) দিয়ে মুক্তি পাওয়ার ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে, তবুও তিনি যে বিজেপি ও আরএসএসের (BJP-RSS) আদর্শিক গুরু, তা অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, বারবার সাভারকরকে সামনে আনার পেছনে হিন্দুত্ববাদী আবেগ (Hindutva sentiment) জাগিয়ে তোলার রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।

এর আগেও সাভারকর নিয়ে বিজেপির অবস্থান নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। এবার স্বাধীনতা দিবসের সরকারি পোস্টার নিয়ে এই নতুন বিতর্ক রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen