#savebengalhindus হ্যাশট্যাগটি ট্রেন্ড করার পেছনে বিজেপি আইটি সেল? জানুন আসল সত্য?
মূলত টুইটগুলি করা হয়েছে ভুয়ো হ্যান্ডেল থেকে।

গতকাল #savebengalhindus এই হ্যাশট্যাগটি টুইটারে ট্রেন্ড করছিল। এক দিনে প্রায় সাত হাজার টুইট হয়েছে এই একই হ্যাশট্যাগে। কিন্তু টুইটগুলিকে পরীক্ষা করে দেখা গেছে যে তাতে আদেও কোন বিষয়বস্তু নেই। আর যারা এই টুইট করছেন তাদের মধ্যে বেশিরভাগই বাঙালি নন। নতুন, অল্প ফলোয়ারের হ্যান্ডেল থেকে করা হয়েছে টুইটগুলি।
মূলত টুইটগুলি করা হয়েছে ভুয়ো হ্যান্ডেল থেকে। অনেকেই মনে করছেন যে এই কাজের সাথে বিজেপির আইটি সেলের যোগ রয়েছে।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে জনসংযোগ এবং জনতার কাছে দলের নীতি তুলে ধরাই বিজেপির কাছে ‘সোজা’ পথ। কিন্তু এই ‘সোজা’ পথে তারা আরও যে কাজটি করে থাকে তা হল বিরোধী দলের দুর্নাম এবং তাদের বিরুদ্ধে ভুয়ো খবরের প্রচার। কেন্দ্রীয় থেকে বুথ স্তর পর্যন্ত ধাপে ধাপে বাহিনীও সাজানো রয়েছে এই কাজের জন্যে। বিভিন্ন টুলকিট ব্যবহার করে যেকোনো বিষয়কে তারা মূহুর্তে ভাইরাল ট্রেন্ডিং করে দিচ্ছে। এই হ্যাশট্যাগটির ক্ষেত্রেও যে একই ঘটনা ঘটেছে তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের।