বিশ্বরেকর্ড সায়নীর! সর্বকনিষ্ঠ হিসেবে জিব্রাল্টার জয় বাংলার কন্যার

November 11, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: জলকে নিজের সঙ্গী করে ফের এক নজির গড়লেন কালনার কন্যা সায়নী দাস। চলতি বছর বিশ্ব সাঁতারের মঞ্চে নতুন ইতিহাস লিখলেন তিনি। মাত্র ২৬ বছর বয়সে ‘দ্য স্ট্রেইট অফ জিব্রাল্টার’ জয় করে বিশ্বে সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা সাঁতারু হিসাবে স্বীকৃতি পেলেন বাংলার এই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সাঁতারু।

এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে ২০২৫ সালে স্পেনের জিব্রাল্টার প্রণালী পার করার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক সাঁতার সংস্থা প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ৩ ঘন্টা ৫১ মিনিটে ১৫.২ কিমি দূরত্ব অতিক্রম করে ‘উইদআউট ওয়েটস্যুট’ বিভাগে সায়নী সেরা হয়েছেন। এই বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৬ জন মহিলা অংশ নিলেও সময়ের নিরিখে সবার ওপরে উঠে আসেন বাংলার এই তরুণী।

এই জয় কেবল ব্যক্তিগত কৃতিত্ব নয়, ভারতের ক্রীড়া ইতিহাসে এক উজ্জ্বল সংযোজনও বটে। বাংলার ছোট শহর কালনা থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন সায়নী। জিব্রাল্টারের ভয়ঙ্কর স্রোতের মধ্যে দিয়ে যে শীতল ও প্রতিকূল পরিবেশে এই সাঁতার সম্পন্ন হয়, সেখানে এমন সাফল্য অর্জন এক অসামান্য কীর্তি।

ক্রীড়া মহল বলছে, সায়নীর এই জয় প্রমাণ করে ইচ্ছাশক্তি আর প্রস্তুতি থাকলে কোনও বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। ভারতের জলক্রীড়ার ইতিহাসে এই সাফল্য নিঃসন্দেহে নতুন প্রেরণা যোগাবে আগামী প্রজন্মের সাঁতারুদের। বাংলার ক্রীড়ামঞ্চে এবার তাই একটাই সুর—জলের রাণী সায়নী দাসের জয়জয়কার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen