যাদবপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার, নেতাজিনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা তৃণমূল প্রার্থী সায়নীর

রবিবার যাদবপুরে জমজমাট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

April 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: সায়নী ঘোষ এক্স হ্যান্ডেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার যাদবপুরে জমজমাট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নেতাজিনগরে বর্ণাঢ্য শোভাযাত্রাও করেন তিনি। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৯৮ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন এদিন, সঙ্গে ছিলেন বিধায়ক অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলার অরূপ চক্রবর্তী। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো রাজ্যের বিভিন্ন প্রকল্প শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হয় এদিনের শোভাযাত্রায়। ফুল-মিষ্টি-সহ পাড়ার মোড়ে সায়নীকে বরণ করেন পাড়ার মহিলারা।

রবিবার বিকেলে সোনারপুর দক্ষিণ বিধানসভার কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঘেরমোড়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দেন সায়নী। তেমাথার কাছে চাকবেড়িয়ায় এক স্কুল মাঠে ইফতার পার্টিতেও যোগ দেন তৃণমূল প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen