অনুব্রতর ভাষায় নারীবিরোধী যোগীকে আক্রমণ সায়নীর

২০১৭ সালে একটি ওয়েবসাইট কলামে যোগী আদিত্যনাথের নারী বিষয়ক একটি রচনা প্রকাশিত হয়

September 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) কায়দায় আক্রমণ করলেন তৃণমূল যুব সংগঠনের প্রধান সায়নী ঘোষ (Sayani Ghosh)। যোগী আদিত্যনাথের মেয়েদের স্বাধীনতা নিয়ে মন্তব্যের একটি রিপোর্ট- এর পেপার কাটিং টুইট করে সায়নী লেখেন, এসব বাংলায় বলার চেষ্টা করে দেখুন। তারপর অনুব্রতর বিখ্যাত ডায়লগ #- এ দিয়ে বলেন। শুটিয়ে লাল করে দেবে, নোংরামি বার করে দেবে বাংলার মেয়েরা।

২০১৭ সালে একটি ওয়েবসাইট কলামে যোগী আদিত্যনাথের নারী বিষয়ক একটি রচনা প্রকাশিত হয়। কলামে যোগী লিখেছিলেন, পুরুষরাই নারীদের রক্ষা করবে৷ নারীকে বেশি স্বাধীনতা দেওয়া একেবারেই উচিত নয়৷ পুরুষদের মতো শক্তিশালী, সাহসী এবং স্বাধীন হয়ে গেলে নারী ‘শয়তান’ হয়ে উঠবে৷ শুধু তাই নয়, মহিলাদের শক্তি বেড়ে গেলে তা ধ্বংস ডেকে আনে৷ এমন বিস্ফোরক কথাও আদিত্যনাথ লেখেন সেই কলামে৷ বিরোধীরা এই লেখা প্রকাশিত হওয়ার পরেই ফুঁসে ওঠে। অভিযোগ করেন, এই মন্তব্যের মধ্যে দিয়েই আদিত্যনাথ তথা বিজেপি-র মহিলাবিরোধী মনোভাব স্পষ্ট ফুটে ওঠে৷ এই নিয়ে সংবাদমাধ্যমেও বিস্তর লেখালেখি হয়।

আজ বিজেপির আইটি সেল ও তাদের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূলের যুব সভাপতি। দেখে নিন সেই পোস্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen