বাড়িতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত সায়ন্তনী মল্লিক, এখন কেমন আছেন টলি অভিনেত্রী?
টিভি দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। হঠাৎ শরীরে অস্বস্তি, সঙ্গে ঘনঘন হেঁচকি। হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:২০: একেবারে সুস্থ, কর্মচঞ্চল একজন মানুষ, সদ্য শেষ করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র শুটিং। ছুটির মেজাজে বাড়িতে বসে টিভি দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত মল্লিক (Sayantani Mullick)। হঠাৎ শরীরে অস্বস্তি, সঙ্গে ঘনঘন হেঁচকি। মুহূর্তের মধ্যে বদলে গেল সবকিছু। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর।
ঘটনাটি ঘটেছে গত বুধবার। সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছেন, কোনওরকম শারীরিক সমস্যা ছিল না তাঁর স্ত্রীর। এমন আকস্মিক পরিস্থিতিতে পুরো পরিবারই আতঙ্কিত। বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এমআরআই রিপোর্টে ধরা পড়ে ব্রেন স্ট্রোকের বিষয়টি।
চিকিৎসকদের মতে, সময়মতো হাসপাতালে পৌঁছনোর ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। তবে আগামী ১৫ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সায়ন্তনী। ছবিতে দেখা যায়, স্বামী ইন্দ্রনীলকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। ক্যাপশনে লেখেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।” এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। বয়স বেশি নয়, তবু ব্রেন স্ট্রোক – এই ঘটনায় হতবাক অনুরাগীরা।