বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন সায়ন্তিকা, রায়াত

মঙ্গলবার বিধানসভার স্পিকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুই নবনির্বাচিত বিধায়ক। এরপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠান

June 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রায়াত হোসেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধানসভাতেই শপথগ্রহণ করবেন বলে জানিয়ে দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রায়াত হোসেন। বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ্যপালকে ফের চিঠি দিয়েছেন দুই জয়ী বিধায়ক।

মঙ্গলবার বিধানসভার স্পিকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুই নবনির্বাচিত বিধায়ক। এরপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠান। দুই বিধায়কের আর্জি, ‘আমাদের আবেদন একটু ভেবে দেখুন। আমাদের ইচ্ছা এখানে শপথ পড়ি। আপনি আসুন বিধানসভায়। আপনার কাছেই শপথ গ্রহণ করব।’

মঙ্গলবার রাজভবনের তরফে দুই বিধায়ককে ইমেল মারফত জানানো হয়, বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে। ১২টা থেকে ১২.৩০টার মধ্যে রাজভবনে শপথগ্রহণ করতে হবে তাঁদের। এই বার্তা পাওয়ার পরেই বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনায় বসেন দুই বিধায়ক। আলোচনা শেষে তাঁরা জানান, বুধবার ১২টা থেকে ৪টে পর্যন্ত বিধানসভায় তাঁরা অপেক্ষা করবেন। ওই সময়ের মধ্যেই বিধানসভায় রাজ্যপালের কাছে তাঁরা শপথ গ্রহণ করতে চান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen