SBI: গৃহ লোনে বেসিস পয়েন্ট বাড়ালো স্টেট ব্যাঙ্ক, বাড়তে পারে সুদ

SBI-এর গৃহ লোনের সুদের হার ছিল ৭.৫০% থেকে ৮.৪৫%-এর মধ্যে। কিন্তু এই সংশোধনের পর নতুন ঋণগ্রহীতাদের এখন ৭.৫০% থেকে ৮.৭০% পর্যন্ত সুদ দিতে হবে।

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
SBI increases Basis Points on home loans.
SBI increases Basis Points on Home loans.

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৫: ভারতের সর্ববৃহৎ হোম লোন প্রদানকারী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নতুন ঋণ গ্রহণকারীদের জন্য হোম লোনের বেসিস পয়েন্ট ২৫ (0.25%) বাড়িয়েছে। বিশেষত যাদের ক্রেডিট স্কোর (credit score) তুলনামূলকভাবে কম, তাদের ওপর এই মাত্রা বৃদ্ধির প্রভাব বেশি পড়বে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (Union Bank of India) একই পথে হেঁটেছে এবং শীঘ্রই অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলিও (public sector banks) এই পদক্ষেপ অনুসরণ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গত জুলাই মাসের শেষ দিকে SBI-এর গৃহ লোনের সুদের হার ছিল ৭.৫০% থেকে ৮.৪৫%-এর মধ্যে। কিন্তু এই সংশোধনের পর নতুন ঋণগ্রহীতাদের এখন ৭.৫০% থেকে ৮.৭০% পর্যন্ত সুদ দিতে হবে। অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক তাদের সুদের হার ৭.৩৫% থেকে বাড়িয়ে ৭.৪৫% করেছে।

প্রাইভেট ব্যাঙ্কগুলির (private banks) তুলনায় এখনও সরকারি ব্যাঙ্কের সুদের হার কিছুটা কম হলেও এই বৃদ্ধি সাধারণ মানুষের জন্য চাপ বাড়াতে পারে। বর্তমানে HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক যথাক্রমে ৭.৯০%, ৮% এবং ৮.৩৫% হারে হোম লোন দিচ্ছে।

SBI-এর রিটেইল লেন্ডিং পোর্টফোলিওর (retail lending portfolio) সবচেয়ে বড় অংশই হোম লোন। সরকারি ব্যাঙ্কগুলির এই আগ্রাসী মূল্য নির্ধারণ কৌশল (aggressive pricing strategy) নিয়ে ইতিমধ্যেই প্রাইভেট ব্যাঙ্কগুলি সমালোচনা করছে। অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন, যদি অন্যান্য ব্যাঙ্কও সুদের হার বাড়ায়, তাহলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen