রবি ফাউলারকে সরিয়ে ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন ম্যানুয়েল মানোলো ডিয়াজ
৫৩ বছর বয়সী ম্যানুয়েল মানোলো ডিয়াজ দীর্ঘ ১৯ বছর কোচিং করিয়েছেন বিভিন্ন ক্লাবে

বুধবার সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে রবি ফাউলার(robbie fowler) কে সরিয় দিয়ে, নতুন হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজের( Manuel Manolo Diaz) নাম ঘোষণা করে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। যাতে রীতিমতো শোরগোল পরে যায় কলকাতা ময়দানে। কিন্তু প্রশ্ন কে এই ম্যানুয়েল মানোলো ডিয়াজ? যাকে লাল-হলুদের গুরু দ্বায়ীত্ব তুলে দেওয়া হল?
৫৩ বছর বয়সী ম্যানুয়েল মানোলো ডিয়াজ দীর্ঘ ১৯ বছর কোচিং করিয়েছেন বিভিন্ন ক্লাবে। এবং জীবনের ৯টি বছর রিয়াল মাদ্রিদের বিভিন্ন সেট আপের দায়িত্ব পালন করেছেন। বুধবার লাল-হলুদে যোগ দিয়ে ডিয়াজ জানিয়ে দিলেন, জিততে ভালোবাসেন। লাল-হলুদ সমর্থকদের জন্য সেরা পারফর্মেন্সটি দেবে এসসি ইস্টবেঙ্গল।
এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে মানোলো ডিয়াজ বলেন,”মাদ্রিদে আমরা বলি, জেতা আমাদের ডিএনএতে রয়েছে। আমরা চাপ এবং বড় ক্লাবে কোচিং করানোর প্রত্যাশাকে খুব ভালোবাসি। সময়টা কম এবং এক দীর্ঘ ও কঠিন পথ সামনে রয়েছে। কিন্তু আমরা আমাদের সেরা পারফর্মেন্সটি দেব এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। জেতাটাই লক্ষ্য আমাদের।”
ম্যানুয়েল মানোলো ডিয়াজ চার বছর দ্বায়ীত্বে ছিলেন রিয়াল মাদ্রিদের সব থেকে কম বয়সীদের দলে। এরপরেই রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের কোচ করে নিয়ে আসা হয় ডিয়াজকে। এরপর হন রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচ। ২০১৭ সালে যুব দলের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। ক্যাস্টিয়া দলের কোচের পদেও ছিলেন ডিয়াজ। এসসি ইস্টবেঙ্গলে আসার আগে তিনি স্পেনের দল হার্কুলেসে কোচিং করিয়েছেন। গত দু’দশকে কোচ হিসেবে মোট ৩২৮টি ম্যাচে দায়িত্বে ছিলেন ম্যানুয়েল মানোলো ডিয়াজ। জয়ের শতাংশের হার ৪১.৭৭।