সুপ্রিম কোর্টে ১০০ শতাংশ VVPAT মিলিয়ে দেখার সব আর্জি খারিজ, ব্যালটে নয়, ভোট হবে EVM-এই
ভোট হবে ইভিএমেই। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও সঞ্জিব খান্না এই বিষয়ে সবকটি আর্জি খারিজ করে দিয়েছেন।
April 26, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ ১০০ শতাংশ খতিয়ে দেখার সবকটি আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এছাড়াও আগামী দিনে ব্যালট পেপারে ভোটগ্রহণের আর্জিও খারিজ হয়ে গেল এদিনের রায়ে। ভোট হবে ইভিএমেই। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও সঞ্জিব খান্না এই বিষয়ে সবকটি আর্জি খারিজ করে দিয়েছেন।