বাংলার ভূমি দপ্তরের নামে জাল অ্যাপ!

প্লে স্টোর থেকে সেই জালি অ্যাপ ডাউনলোড করা হয়েছে ১ মিলিয়ন বা ১০ লক্ষবারেরও বেশি। সেই নকল অ্যাপই দিচ্ছে জমি সংক্রান্ত সবরকম তথ্য।

May 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভূমি দপ্তরের নামে জাল অ্যাপ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: বাংলার সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অ্যাপের জাল সংস্করণ ছড়িয়ে গিয়েছে বাজারে। প্লে স্টোর থেকে সেই জালি অ্যাপ ডাউনলোড করা হয়েছে ১ মিলিয়ন বা ১০ লক্ষবারেরও বেশি। সেই নকল অ্যাপই দিচ্ছে জমি সংক্রান্ত সবরকম তথ্য। এবার সেই ভুয়ো মোবাইল অ্যাপ্লিকেশন সরাতে উদ্যোগী হলো রাজ্য।

মানুষের হাতে হাতে মোবাইল আর সস্তায় ইন্টারনেট পরিষেবা চলে আসার পর থেকে বেশিরভাগ সরকারি কাজ ইন্টারনেটের মাধ্যমেই করাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ই-গভর্নেন্সের দিকে ঝুঁকেছে বাংলা। তাই, মানুষকে সবরকম সুবিধা পাইয়ে দিতে নিজস্ব পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করেছিল বাংলার ভূমি ও ভূমিসংস্কার দপ্তর। কিন্তু সেই সুবিধার সুযোগ নিয়ে মানুষের সঙ্গে জালিয়াতি করার অভিপ্রায়ে সরকারি দপ্তরের জালি অ্যাপ তৈরি করে প্রতারকরা।

রাজ্য সরকার পরিচালিত পোর্টালের নাম ‘বাংলার ভূমি’ এবং অ্যাপের নাম ‘জমির তথ্য।’ সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমির খতিয়ান অনুসন্ধান, জমির ক্ষেত্রফল বের করা, প্লট ম্যাপিং, সম্পত্তির মূল্যায়ন, জমির মালিকানা ও জমির চরিত্র ইত্যাদি হরেক তথ্য পাওয়া যায় হাতের মুঠোয়।

সেই ‘জমির তথ্য’ অ্যাপকে নকল করে ‘ভূমির তথ্য’ বলে একটি অ্যাপ গুগল প্লে-স্টোরে লঞ্চ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে। নকল অ্যাপ ডাউনলোড করার সবথেকে ভয়ঙ্কর বিষয় হল ফোনে জমা থাকা তথ্যের বেহাত হয়ে যাওয়া। ‘জমির তথ্য’ অ্যাপটিকে ব্যবহারকারীদের জন্য আর সহজ করে তোলার কাজও শুরু করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen