এবার রেল নিয়োগেও দুর্নীতি! মামলা কলকাতা হাইকোর্টে

রেলের নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির হরিপালের এক বাসিন্দা।

June 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রেলের নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির হরিপালের এক বাসিন্দা। রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। একাধিক মামলা চলছে আদালতে। কিন্তু এবার রেলে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে আদালতে দ্বারস্থ হয়েছেন হুগলির হরিপালের বাসিন্দা সোনালি সেন।

মামলাকারী সোনালির আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় জানান, ‘‘২০১২ সালের রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ডের নিয়োগ পরীক্ষায় অংশ নেন তাঁর মক্কেল। লিখিত ও মৌখিক পরীক্ষার পর তাঁর নাম ওয়েটিং লিস্টে ছিল। রেল থেকে তাঁকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে আবেদন করতে বলা হয়। কিন্তু সেখানে আবেদনের চার বছর পরেও নিয়োগ হয়নি। তাই ফের তথ্য জানার অধিকার আইনে বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেন তিনি। জানতে পারেন, ‍ওয়েটিং লিস্টে তাঁর পরে নাম থাকা স্বত্ত্বেও তাঁকে কেন নিয়োগ করা হল না, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ সোনালি।

এই বিষয়ে রেলের বক্তব্য জানতে চেয়েছে আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen