‘অকারণে বলির পাঁঠা করা হচ্ছে’, মেসি-কাণ্ডে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে ট্রোলারদের কড়া জবাব রচনার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে (Lionel Messi) ঘিরে যে চরম বিশৃঙ্খলা ও হতাশার সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। আকাশছোঁয়া দামে টিকিট কেটেও ফুটবল জাদুকরকে দেখতে না পাওয়ার ক্ষোভ সাধারণ মানুষের মনে দগদগে। আর সেই ক্ষোভের আগুনের আঁচ এসে পড়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ওপর। শনিবার মাঠে উপস্থিত থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। এবার সতীর্থ শুভশ্রীর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
শনিবারের ঘটনার পর থেকেই নেটিজেনদের একাংশ শুভশ্রীকে লক্ষ্য করে কটু মন্তব্য করতে থাকেন। এমনকি নায়িকার সন্তানদের নিয়েও অশালীন আক্রমণের অভিযোগ ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, স্ত্রী ও পরিবারের সম্মানে সরব হতে বাধ্য হন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন রচনা।
শুভশ্রীর প্রতি এই আক্রমণকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন রচনা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “শুভশ্রী একজন শিল্পী মানুষ। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেখানে গিয়েছিলেন। ও তো নিজের থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি।”
ঘটনার মূল দায় এড়িয়ে একজন অভিনেত্রীকে নিশানা করা হচ্ছে বলে মনে করছেন হুগলির সাংসদ। তাঁর কথায়, “এই ঘটনায় অকারণে শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। ও এখানে কী করবে বলুন? শিল্পীকে ডাকা হয়েছে, তাই তিনি গিয়েছেন।”
এদিন রচনার কাছে জানতে চাওয়া হয়, তাঁরও কি মেসিকে দেখার ইচ্ছা ছিল? উত্তরে স্পষ্টবক্তা রচনা জানান, কাতার বিশ্বকাপেই তিনি মেসির খেলা মাঠে বসে চাক্ষুষ করে এসেছেন। তাই নতুন করে সেই ইচ্ছা আর তাঁর ছিল না। তবে নিজের ইচ্ছা পূরণ হলেও, সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ তাঁকে ব্যথিত করেছে। রচনা বলেন, যাঁরা প্রথমবার মেসিকে স্বচক্ষে দেখবেন বলে আশা করেছিলেন এবং হতাশ হয়ে ফিরেছেন, তাঁদের জন্য তাঁর খারাপ লাগছে।