আইএসএল-এর পরবর্তী সূচি ঘোষিত, জেনে নিন পরের ডার্বির দিনক্ষণ
আইএসএল-এর পরবর্তী সূচি ঘোষিত। ২৯ জানুয়ারি মুখোমুখি হবে কলকাতার দুই দল

আইএসএল-এর পরবর্তী সূচি ঘোষিত। ২৯ জানুয়ারি মুখোমুখি হবে কলকাতার দুই দল। এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের সেই ম্যাচের দিকেই তাকিয়ে কলকাতার সমর্থকরা।
১০ জানুয়ারি থেকে শুরু আইএসএল-এর দ্বিতীয় পর্ব। চলবে ৫ মার্চ অবধি। দ্বিতীয় পর্বের সব খেলাই হবে গোয়াতে। ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ১১ জানুয়ারি। জামশেদপুরের বিরুদ্ধে রয়েছে সেই ম্যাচ। ১৯ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। মোহনবাগানের ম্যাচ রয়েছে ১৫ জানুয়ারি, বেঙ্গালুরুর বিরুদ্ধে। দ্বিতীয় পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ ৪ মার্চ। নর্থইস্টের বিরুদ্ধে খেলবে তারা। লাল-হলুদের শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে।
এই মুহূর্তে লিগ টেবিলে মোহনবাগান রয়েছে ছ’নম্বরে। সবার শেষে ইস্টবেঙ্গল। এখান থেকে তাঁরা কী ভাবে ঘুরে দাঁড়ায় সেই দিকেই থাকবে সমর্থকদের।