শুরু হচ্ছে সিএবি স্কুল ক্রিকেট, যুক্ত হতে পারে কলকাতা নাইট রাইডার্সও

স্কুল ক্রিকেটের জন্য কলকাতা পুরসভার সঙ্গেও কথা বলবে সিএবি। তারা চাইছে পুরসভাকেও এর সঙ্গে যুক্ত করতে। মেয়রস কাপ নাম দিয়ে প্রতিযোগিতা করার ভাবনা রয়েছে।

March 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ক্রমশ তৃণমূল স্তরের ক্রিকেটের উপর জোর দিচ্ছে সিএবি। সেই কারণেই বাংলার স্কুল ক্রিকেট আবার শুরু হচ্ছে। একই সঙ্গে হবে অনূর্ধ্ব ১৮ স্তরের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করার জন্যই এই উদ্যোগ নিয়েছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। মোট ১২০টি দল খেলবে। এর মধ্যে ৩২টি ক্লাব দল এবং ৮৮টি স্কুল দল। সিএবি-র আশা, এর ফলে ভবিষ্যতে বাংলার সিনিয়র দলের জন্য ক্রিকেটারও উঠে আসবে। স্কুল ক্রিকেটের জন্য কলকাতা পুরসভার সঙ্গেও কথা বলবে সিএবি। তারা চাইছে পুরসভাকেও এর সঙ্গে যুক্ত করতে। মেয়রস কাপ নাম দিয়ে প্রতিযোগিতা করার ভাবনা রয়েছে।

উল্লেখ্য, স্কুল ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারে কলকাতা নাইট রাইডার্সও। তাদের সঙ্গেও এ ব্যাপারে সিএবির কথাবার্তা হতে পারে বলে খবর। সে ক্ষেত্রে কেকেআরের পরিকাঠামো ব্যবহার করা হতে পারে বাংলার ক্রিকেটের উন্নতিতে। ছোটদের ক্রিকেটে সিএবি জোর দেওয়ায় খুশি বাংলার রঞ্জি দলের কোচ অরুণ লাল। বললেন, “অতিমারীর সময় স্কুল ক্রিকেট বন্ধ ছিল দু’বছর। সিএবি এটা চালু করায় খুব ভাল হল। এই ধরনের ক্রিকেটে সবাই খুব মন দিয়ে খেলে। এখান থেকেই ভবিষ্যতের ক্রিকেটার তৈরি হবে। খুব ভাল উদ্যোগ সিএবির।” বাংলার সিনিয়র দলের সাপ্লাই লাইন নিয়ে খুশি কোচ। বললেন, “বাংলার ক্রিকেট ভাল খেলছে। সাদা বলের ক্রিকেটে ট্রফি পাইনি আমরা সেটা ঠিক, কিন্তু ভাল খেলেছি। রঞ্জিতেও কোয়ার্টার ফাইনালে উঠেছি। বাংলা দলের বেঞ্চ-শক্তি খুব ভাল। যারা বাইরে বসে আছে তারাও প্রথম একাদশে খেলার যোগ্য।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen