দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়া খুন: গ্রেপ্তার মূল অভিযুক্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত। হাওড়া স্টেশন থেকে ধরা পড়েছে ওই একাদশ শ্রেণির ছাত্র। খুনের পর গা ঢাকা দিলেও শেষরক্ষা হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই তাকে পাকড়াও করল পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্র মনোজিৎ বরানগরের আলমবাজার এলাকার বাসিন্দা এবং বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির কলা বিভাগের পড়ুয়া। শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল সে। পরীক্ষা শেষে স্কুলের বাইরে বেরোনোর সময় আগরপাড়ার এক সহপাঠীর সঙ্গে তার বচসা বাঁধে।
শ্যামবাজার মেট্রো স্টেশনেও তাদের মধ্যে অশান্তি হয়। পরে আরও দুই সহপাঠীকে সঙ্গে নিয়ে তারা দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দোতলার এক্সিট গেটের কাছে নামার পর ফের মনোজিতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে অভিযুক্ত। অভিযোগ, আচমকাই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে মনোজিতের বুকে ও কাঁধের নিচে একাধিক কোপ মারে অভিযুক্ত ছাত্র।
রক্তাক্ত অবস্থায় মনোজিতকে তার দুই বন্ধু ও আত্মীয়রা দ্রুত বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছয় বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ডিসি (সাউথ) অনুপম সিং জানান, “দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক ছাত্র তার সহপাঠীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ে উপস্থিত বাকি দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, পরীক্ষার পর থেকে চলতে থাকা ব্যক্তিগত বিবাদই এই মর্মান্তিক ঘটনার কারণ।