যোগীরাজ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু স্কুলশিক্ষকের

December 25, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা একেবারেই তলানিতে! বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষককে গুলি করে খুন করল আততায়ীরা। ঘটনাটি ঘটেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে। জানা গিয়েছে, নিহত শিক্ষকের নাম দানিশ রাও। গত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্সের শিক্ষক ছিলেন তিনি। দানিশের দাদাও ওই স্কুলের শিক্ষক ছিলেন।

অন্যান্য দিনের মতোই বুধবার দুই সঙ্গীর সঙ্গে সাড়ে আটটা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের স্কুলশিক্ষক দানিশ রাও। তাঁরা রাত ৮টা ৫০ নাগাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের কাছে পৌঁছন, তখন বাইকে করে দুই যুবক এসে তাঁদের গুলি করেন। শিক্ষক এবং তাঁর সঙ্গীদের পথ আটকে দাঁড়ান যুবকেরা। শিক্ষককে ঘিরে ধরেন দু’জন। শুরু হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শিক্ষক দানিশের মাথা লক্ষ্য করে পর পর তিনটি গুলি চালান এক আততায়ী। দু’টি গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। শিক্ষককে গুলি করার পরই হামলাকারী দুই যুবক পালিয়ে যান।

শিক্ষকের দুই সঙ্গী পুলিশকে খবর দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন দানিশকে। কেন শিক্ষককে খুন করা হল, নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা না-কি অন্য কোনও রহস্য রয়েছে, কারণ খুঁজতে পুলিশ তদন্তে নেমেছে। আততায়ীদের খুঁজে বার করতে পুলিশ ছ’টি দল গঠন করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আততায়ীরা এখনও অধরা। ফেরার অভিযুক্তদের খোঁজে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen