দূষণের জেরে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ

দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে নির্দেশিকা জারি করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।

November 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লির বাতাসে ক্রমশই বেড়ে চলেছে দূষণের মাত্রা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে স্কুল-কলেজ। আপাতত অনলাইন মাধ্যমেই ফের পড়াশোনা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে নির্দেশিকা জারি করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সেই নির্দেশে বলা হয়েছে, দিল্লির ৩০০ কিলোমিটারের মধ্যে চালু থাকবে মাত্র পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩০ নভেম্বর পর্যন্ত বাকি ৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২১ নভেম্বর পর্যন্ত সব নির্মাণ এবং ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। রবিবার পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য মালবাহী গাড়ির প্রবেশ নিষেধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen