গ্রেস মার্ক পাওয়া ১৫৬৩ জন NEET-UG 2024 পরীক্ষার্থীর স্কোর-কার্ড বাতিল, ইচ্ছুকরা আবার পরীক্ষা দিতে পারবেন
এই ছাত্রদের তাদের প্রকৃত স্কোর সম্পর্কে অবহিত করা হবে (গ্রেস মার্ক ছাড়া)।
June 13, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছে, যে ১৫৬৩ জন NEET-UG 2024 পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, তাদের স্কোর-কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে এই ১৫৬৩ জন শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার বিকল্প উপায় দেওয়া হবে।
এই ছাত্রদের তাদের প্রকৃত স্কোর সম্পর্কে অবহিত করা হবে (গ্রেস মার্ক ছাড়া)। তাদের পুনরায় পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার একটি বিকল্প দেওয়া হবে। যে সকল শিক্ষার্থী পুনঃপরীক্ষায় বসতে চায় না তাদের ফলাফল ৫ মে অনুষ্ঠিত পরীক্ষার উপর ভিত্তি করে করা হবে।