সমকামিতার গল্প ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ ছবির প্রদর্শন বাতিল করল স্কটিশ চার্চ কলেজ

শোনা যায়, কলেজ কর্তৃপক্ষ নাকি বলছে, বাতিল নয়, পিছিয়ে দেওয়া হয়েছে ছবির প্রদর্শনী।

July 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গে ইন্ডিয়া ম্যাট্রিমনি-র প্রদর্শন বন্ধ করে দিল স্কটিশ চার্চ কলেজ। সমকামিতা নিয়ে তৈরি ছবিটি মঙ্গলবার দুপুর দেড়টায় কলেজের মণিলাল ভৌমিক অডিটোরিয়ামে দেখানোর কথা ছিল। দেবলীনা মজুমদার পরিচালিত ছবিটির প্রদর্শনীর প্রচার চলেছিল সর্বত্র, ক্যাম্পাসের পাশাপাশি সমাজ মাধ্যমেও প্রচার চলেছিল। হঠাৎই আয়োজক ও পরিচালকদের মৌখিকভাবে জানানো হয়, ছবিটির প্রদর্শনী ওইদিন হবে না। শোনা যায়, কলেজ কর্তৃপক্ষ নাকি বলছে, বাতিল নয়, পিছিয়ে দেওয়া হয়েছে ছবির প্রদর্শনী।

স্কটিশের সাইকোলজি বিভাগ ও দ্য উইমেন অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্ট সেল ছবির প্রদর্শনীর আয়োজন করেছিল। প্রাইড মান্থ অর্থাৎ জুন মাসের কথা মাথায় রেখেই ছবি প্রদর্শনের এই ইভেন্টের নাম দেওয়া হয়েছিল, ‘প্রাইড বিয়ন্ড প্রাইড মান্থ’। প্রদর্শনীর শেষে একটি আলোচনা সভা হওয়ারও কথা ছিল। ছবির পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে। আমন্ত্রিত ছিলেন সমকামী আন্দোলনের সঙ্গে যুক্ত একটি নামী সংগঠনের দুই সদস্যও। শেষ মুহূর্তে সবই বাতিল হয়ে গিয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। শোনা যাচ্ছে, কলেজ প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছে প্রদর্শনী বন্ধের জন্য। যদিও এর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

ছবির প্রদর্শনী বাতিলকে কেন্দ্র করে কলকাতার সমকামী সমাজ ও ছাত্রছাত্রীদের মধ্যেও ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমাজ মাধ্যমেও প্রতিবাদ চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen