রক্ষণাবেক্ষণের কাজের জের, শিয়ালদহ বিভাগে শনি-রবিতে কোন কোন ট্রেন বাতিল?

দমদমে ডাউন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় আজ, শনি ও রবিবার মিলিয়ে সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। ফলে ওই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে। যার জেরে একাধিক ট্রেন বাতিল থাকছে।

June 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
(ছবি সৌজন্যে: railwayrecruitment.co.in)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। দমদমে ডাউন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় আজ, শনি ও রবিবার মিলিয়ে সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। ফলে ওই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে। যার জেরে একাধিক ট্রেন বাতিল থাকছে। পূর্ব রেল জানিয়েছে, আজ, শনিবার থেকে রবিবার পর্যন্ত পাওয়া কাজ চলবে। শনিবার রাত ১০টা মিনিট ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে বনগাঁ ও ডানকুনি শাখায় ট্রেন বাতিল থাকছে। কিছু ট্রেনের সময়সূচিও বদল হয়েছে।

আজ, শনিবার রাতে দুই জোড়া আপ ও দুই জোড়া ডাউন বনগাঁ লোকাল বাতিল করা হয়েছে। ডানকুনি লোকালও বাতিল হয়েছে। দুই জোড়া করে আপ ও ডাউন ডানকুনি লোকাল বন্ধ থাকছে। আজ রাতে এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল বাতিল করা হয়েছে।

আগামীকাল, রবিবার সকালে আপ-ডাউন মিলিয়ে দুই জোড়া বনগাঁ লোকাল বাতিল করা হয়েছে। রবিবার তিনজোড়া ডানকুনি লোকালও বাতিল থাকছে। একজোড়া শিয়ালদহ-হাসনাবাদ লোকালও বাতিল করা হয়েছে। একজোড়া আপ এবং ডাউন হাবড়া লোকাল, দত্তপুকুর এবং কল্যাণী সীমান্ত লোকাল ও একটি আপ শিয়ালদহ-বারাসত লোকাল বাতিল হয়েছে। রবিবার সকালের ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকালটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রা করবে। ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকালটি শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

বদল করা হয়েছে পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিও। দমদমে পাওয়ার ব্লকের কারণে পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের বদলে আড়াই ঘণ্টা দেরিতে পুরী থেকে রওনা দেবে। ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের যাত্রা পথ বদল করা হয়েছে। ডানকুনি-শিয়ালদহ রুটের বদলে ট্রেন দু’টি ব্যান্ডল-নৈহাটি-শিয়ালদহ রুটে সফর করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen