আশিতেই আটকে যাবে আসন সংখ্যা, সমীক্ষার রিপোর্টে চিন্তিত গেরুয়া শিবির

সম্প্রতি বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দুটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়াছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।

February 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বঙ্গের ভোট বাজারে এসে যতই গলা ফাটান না কেন নিজেদের করানো সমীক্ষাতেই কপালে চিন্তার ভাঁজ বিজেপি (Bjp) কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দুটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়াছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। আর সেখানে দেখা গিয়েছে আশির বেশি আসন ঝুলিতে ভরতে পারবে না পদ্মশিবির। এই দুটি রিপোর্টই যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে জেপি নাড্ডা (Jp Nadda), অমিত শাহ (Amit Shah), কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijaybargya)।

সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্বও দলকে দুই অঙ্কের বেশি আসন দিতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায়, এবার বাংলার ক্ষমতা দখল করা বিজেপির পক্ষে দিবাস্বপ্ন। যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা প্রকাশ্যে আনাও সম্ভব নয়। অথচ এই সংস্থাগুলিকে দিয়েই 2019-এর লোকসভা নির্বাচনের আগে সমীক্ষা করিয়েছিল বিজেপি। এবং সেই ফল যথেষ্ট আশাব্যঞ্জক ছিল। নির্বাচনের ফল বেরোনোর পর তার বাস্তব প্রতিফলন দেখা গিয়েছে। সেই কারণেই এবারের সমীক্ষার ফল বিজেপি নেতৃত্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen