টানা বৃষ্টির জেরে ভাসছে বারাণসী, প্রশ্নের মুখে মোদীর লোকসভা কেন্দ্রের নিকাশি ব্যবস্থা

October 4, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২৫: সম্প্রতি কলকাতাতেও রাতভর বৃষ্টিতে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল। যা নিয়ে বিজেপি’র অনেকেই কটাক্ষ করেছিলেন। এ বার সেই একই ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশের বারাণসীতেও। ঘটনাচক্রে, বারাণসী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। গত কয়েক বছরে এই লোকসভা কেন্দ্রের সমূহ উন্নয়ন হয়েছে বলে বিভিন্ন প্রচারসভায় দাবি করে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীকেও তাঁর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জনসভায় এ বিষয়ে কথা বলতে শোনা যায়। তবে টানা বৃষ্টির জেরে এ বার প্রশ্নের মুখে পড়ল বারাণসী শহরের নিকাশি ব্যবস্থা।

গত তিন দিন ধরেই বৃষ্টি চলছে বারাণসীতে। শুক্রবার রাতভর বৃষ্টির পরে শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। শুক্রবারের একটানা বৃষ্টির জেরে গতরাত থেকেই জল জমতে শুরু করেছিল শহরের বিভিন্ন প্রান্তে। শনিবার সকালেও সেই জল সম্পূর্ণ নামেনি। বিএইচইউ চত্বর-সহ শহরের বিভিন্ন প্রান্তে কোথাও হাঁটুসমান, তো কোথাও আরও বেশি জল জমে থাকতে দেখা যায়। গোটা শহর জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেটের তাগিদে জামাকাপড় গুটিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছে শহরবাসীকে। জমা জল পেরিয়েই চলছে যাতায়াত।

শুক্রবারের টানা ৯ ঘণ্টায় বিএইচইউ চত্বরে ১০৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম ‘জাগরণ’ অনুসারে, গত ১২৫ বছরে অক্টোবর মাসে বিএইচইউ চত্বরে এমন বৃষ্টি হয়নি। এর আগে ১৯০০ সালের ৯ অক্টোবর বিএইচইউ চত্বরে ১৩৮.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen