রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জানুন বিকল্প পথ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১০: দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) ফের একদিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল। আগামী রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে কোনও গাড়ি চলাচল করতে পারবে না বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। শুক্রবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপানি (Sujata Kumari Binapani) জানান, সেতুতে মেরামতির কাজ শুরু হবে ভোর সাড়ে ৪টে থেকে। তবে নিরাপত্তার কারণে তার আগেই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। কাজ শেষ হওয়ার পরও সেতু সচল করতে কিছুটা সময় লাগবে। তাই পুরো সময়জুড়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেতু বন্ধ থাকার কারণে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) বিকল্প পথের পরামর্শ দিয়েছে। যারা ডানকুনি বা কোলাঘাট থেকে হাওড়া বা কলকাতার দিকে যাবেন, তাঁদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। অন্যদিকে, হাওড়ার দিকে যেতে হলে কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড এবং আলমপুর রোড দিয়ে প্রবেশ করতে হবে। জাতীয় সড়ক বা পূর্ব মেদিনীপুরের দিকে যেতে হলে একইভাবে সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড এবং আলমপুর রোড ব্যবহার করতে হবে। কোলাঘাট বা খড়গপুরের দিকে যেতে গেলে হাওড়া-আমতা রোড দিয়ে যাওয়া যাবে। এছাড়াও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে জি টি রোড ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজের জন্য এর আগেও বেশ কয়েকটি রবিবার একইভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেতুর গঠন ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি বলে জানিয়েছে প্রশাসন। যাত্রী ও পরিবহণ সংস্থাগুলিকে আগাম পরিকল্পনা করে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে হাওড়া সিটি পুলিশ।