সপ্তাহান্তে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ, বিকল্প রুট জানেন?

October 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৪৭: সপ্তাহান্তে অর্থাৎ আগামী শনি এবং রবিবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ (Second Hooghly Bridge)। ব্রিজ স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজ চলবে ওই সময়ে। এই সময়ে কোনও যানবাহন চলাচল করবে না। পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা নির্দেশিকায় জানিয়েছেন, ১১ অক্টোবর (শনিবার) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং ১২ অক্টোবর (রবিবার) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে জন্য বন্ধ থাকবে।

ট্রাফিক পুলিশের তরফে বিকল্প রুটও জানানো হয়েছে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সব গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের টার্ফ ভিউ মোড় থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ বা হেস্টিংস ক্রসিং থেকে কিপ রোডের ডানদিকে ঘুরবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কিপ রোড হয়ে আসা যানবাহনকে ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কিপ রোডের ওয়াই-পয়েন্ট থেকে র‍্যাম্প ধরে সেতুতে ওঠা যানবাহনকেও ১১ ফারলং গেট হয়ে রেড রোডের দিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen