চল্লিশেও চুঁইয়ে পড়ছে শ্রাবন্তীর গ্ল্যামর, কী তাঁর বিউটি সিক্রেট?

বর্তমানে এই অভিনেত্রী ওজন ঝরিয়ে একেবারে স্লিম অ্যান্ড ট্রিম শ্রাবন্তী। এই কয়েকদিনে তাঁর গ্ল্যামর যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।

December 12, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য, ছবি সৌজন্যে: .instagram/Srabanti Chatterjee

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য ও লাবণ্য দেখে বারবার তাঁর প্রেমে পড়েন ফ্যানেরা। তাঁকে দেখে বোঝাই যায় না তিনি চল্লিশ ছুঁইছুঁই। বর্তমানে এই অভিনেত্রী ওজন ঝরিয়ে একেবারে স্লিম অ্যান্ড ট্রিম শ্রাবন্তী। এই কয়েকদিনে তাঁর গ্ল্যামর যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। কী তাঁর বিউটি সিক্রেট? কি খেয়ে তিনি এত সুন্দরী শ্রাবন্তী? বয়স ধরে রাখতে কি করেন তিনি? সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাতকারে সব প্রশ্নের জবাব খোলামেলা উন্মোচন করলেন তাঁর সেই রহস্য।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য, ছবি সৌজন্যে: .instagram/Srabanti Chatterjee

সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিনের রুটিনে কিছু নিয়ম মেনে চলেন এই সুন্দরী অভিনেত্রী। সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে এক গ্লাস গরম জল খান তিনি। তারপর ব্রেকফাস্টে কলা, ডিম সেদ্ধ এবং কম চর্বিযুক্ত দুধ পান করেন শ্রাবন্তী।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য, ছবি সৌজন্যে: .instagram/Srabanti Chatterjee

দুপুরে লাঞ্চ সারেন ব্রাউন রাইস, স্যালাড এবং গ্রিল করা মাংস অথবা মাছ দিয়ে। ডিনারে ভীষণ হালকা খাবার খান তিনি।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য, ছবি সৌজন্যে: .instagram/Srabanti Chatterjee

ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন। শোনা যায়, মেদ ঝরাতে সম্প্রতি জিমেও নাকি ভর্তি হয়েছেন তিনি।

জানা যায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তিনি দিনে প্রচুর পরিমাণে জল খান। তার সঙ্গে তাঁর ডায়েটের তালিকায় প্রচুর ফল এবং ফলের রস থাকে।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য, ছবি সৌজন্যে: .instagram/Srabanti Chatterjee

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তিনি নিয়ম মেনে ক্লিনজিং টোনিং, মশ্চারাইজার ব্যবহার করেন। বাইরে বেরোনোর আগে মুখে মাখেন সানস্ক্রিন। এছাড়া তিনি জানিয়েছেন, হালকা মেকআপ করতে শ্রাবন্তীর সবচেয়ে পছন্দ। আর শুটিং না থাকলে একেবারেই মেকআপ করেন না তিনি।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য, ছবি সৌজন্যে: .instagram/Srabanti Chatterjee

চোখের সাজের ক্ষেত্রে তিনি আইব্রো, কাজল ব্যবহার করেন। তাই নায়িকা শ্রাবন্তীর সৌন্দর্যের মুখ্য রহস্য সাধারণ কিছু নিয়ম মেনে ঘরোয়া খাওয়া-দাওয়া ও হালকা মেকআপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen