JU: মদ্যপান রুখতে গিয়ে যাদবপুরে ছাত্রদের হাতে নিগৃহীত নিরাপত্তারক্ষী

September 28, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে ছাত্রদের মদ্যপান বন্ধ করতে গিয়ে নিরাপত্তারক্ষীর নিগৃহীত হওয়ার অভিযোগ উঠল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে।

এই ঘটনা বৃহস্পতিবার রাতের বলে জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের কাছে একদল ছাত্র মদ্যপান করছিলেন বলে খবর পেয়ে সেখানেই যান ক্যাম্পাসের নিরাপত্তারক্ষী জয় ভট্টাচার্য। তিনি তাদের বাধা দিলে তাঁকেই আক্রমণের শিকার হতে হয়। উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের ক্যাম্পাসের একটি জলাধারে ডুবে মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে মদ ও নেশাদ্রব্য সেবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা অনুসারেই ছাত্রদের বাধা দিতে গিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটল।

নিজের ওপর হওয়া এই আক্রমণের বিষয়টি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রো-ভাইস-চ্যান্সেলরকে জানান নিরাপত্তারক্ষী জয় ভট্টাচার্য। ক্ষোভ প্রকাশ করে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি এখন পুলিশের হাতে। তারা কী সিদ্ধান্ত নেন বা কোন ব্যবস্থা নেন, সেটি তাদেরই বিচার্য। ছাত্রদের শৃঙ্খলাবোধ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে এই ঘটনা প্রশ্ন তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen