নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার হুমায়ুন কবীরের পুত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.১৫: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পুত্রকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ রয়েছে। রবিবার হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ। অভিযোগ, হুমায়ুনের নিরাপত্তারক্ষীকে মারধর করেছেন তাঁর পুত্র। তাঁকে আটক রাখা হয়েছে বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুরের বিধায়ক।
জানা গিয়েছে, রবিবার দলীয় কর্মীদের নিয়ে নিজের বিধায়ক অফিসে বৈঠক করছিলেন হুমায়ুন। সে সময় ঘটনাটি ঘটে। অভিযোগ, হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক কনস্টেবল বৈঠকের মধ্যে অফিসঘরে ঢুকে ছুটি চান। কিন্তু হুমায়ুন ছুটি দিতে চাননি। যা নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন হুমায়ুন ওই কনস্টেবলকে চড় মারেন বলেও অভিযোগ। তারপর হুমায়ুনের পুত্র এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন। ওই নিরাপত্তারক্ষী থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।
কনস্টেবলের অভিযোগ পেয়েই হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে যায় পুলিশ। বাড়িতে গিয়ে তাঁর পুত্র গোলাম নবি আজাদ ওরফে সোহেলের খোঁজখবর শুরু করে। হুমায়ুন তখন বাড়িতে ছিলেন না, ছিলেন বহরমপুরে। জানা গিয়েছে, হুমায়ুনের পুত্রকে আটক করেছে পুলিশ। হুমায়ুনের দাবি, ওই কনস্টেবলই নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এসডিপিও বলেন, ‘‘ছুটি চাওয়ার ঘটনা ঘটেনি। কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের ঘটনার তদন্ত করা হচ্ছে।’’ পুলিশ সূত্রে খবর, হুমায়ুনের বাড়ি-অফিসের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দু’টি পেনড্রাইভে ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, আগেই হুমায়ুন হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বহরমপুর স্তব্ধ করে দেবেন।