পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের! সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলির নিরাপত্তায় জোর

প্রতিদিন দু’বেলা নদীপথে ও টহলদারি চলছে। জেটিঘাটগুলিতেও নাকা চেকিং হচ্ছে।

April 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের! সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলির নিরাপত্তায় জোর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কে গোটা দেশ। এবার দেশের আন্তর্জাতিক জলসীমা আরও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হল। দিনভর নজরদারি চলছে।

প্রতিদিন নদীপথে কোস্টাল থানার পুলিশ রুটিন মেনে টহল দিচ্ছে। রাতে উপকূলবর্তী এলাকাগুলিতে স্থলপথে নজরদারি চলছে। নদীপথে কোনও জলযান দেখলে দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জলযানে থাকা মৎস্যজীবীদের পরিচয়পত্র দেখার কাজ চলছে। নদী বা সমুদ্রে মাছ ধরার উপর এখন নিষেধাজ্ঞা জারি রয়েছে। যে কারণে আগামী দু’মাস ধরে নদী ও সমুদ্রে মৎস্যজীবীদের জলযান চলাচল করার কথা নয়। কোনও জলযান দেখলেই পুলিশ পদক্ষেপ করছে। নথিপত্র যাচাই করার পর তবে তা ছাড়া হচ্ছে।

সুন্দরবনের উপর দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক জলপথ বয়ে গিয়েছে। সেগুলির উপরও কড়া নজর রাখছে পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানান, অতীতেও বাদাবনের উপকূলবর্তী এলাকায় পুলিশ নজরদারি চালাত। এখনও নিরাপত্তায় জোর দিতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিদিন দু’বেলা নদীপথে ও টহলদারি চলছে। জেটিঘাটগুলিতেও নাকা চেকিং হচ্ছে। সন্দেহজনক কোনও জলযান দেখলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen