এই শেষ রবিবারের ব্যবসার আশায় বসে আছেন ব্যবসায়ীরা

গড়িয়াহাটে মোটামুটি ভিড় থাকলেও হাতিবাগানের ভিড় আশানুরূপ নয়

October 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবারের ব্যবসা তেমন জমল না। তাই আজ, পুজোর আগে শেষ রবিবারের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে তিনটে। ধর্মতলা নিউ মার্কেট চত্বরে এক অচেনা ছবি। ভিড় ততটা নেই, যতটা অন্য বছর ছিল। মলগুলিতেও ভিড় ছিল মোটামুটি। শহরবাসীর আতঙ্ক আগের তুলনায় কম। তবু লোক নেই তেমন। ক্রেতার সংখ্যায় সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। পুজোর আগে বাজারের যে চিত্র এত বছর ধরে কলকাতার ব্যবসায়ীরা দেখে এসেছেন এ বছর তা নেই মোটেই। নিউমার্কেট চত্বরের এক ব্যবসায়ী সুবীর দাস জানালেন, শনিবারের বাজার তুলনামূলকভাবে হালকা। বরং তার চেয়ে গত রবিবারে অনেক বেশি ভিড় দেখা গিয়েছে। তাই আজ পুজোর আগের শেষ রবিবারে উল্লেখযোগ্য বিক্রি হবে বলেই আশা ব্যবসায়ী মহলের।


করোনা আবহে দুর্গাপুজোর কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে, তখন দুই চিত্র দেখা গেল উত্তর ও দক্ষিণে। গড়িয়াহাটে মোটামুটি ভিড় থাকলেও হাতিবাগানের ভিড় আশানুরূপ নয়। রবিবার দুপুর থেকে গড়িয়াহাট চত্বরে ধীরে ধীরে জনসমাগম বাড়তে থাকে। অনেকেই জামাকাপড়ের সঙ্গে ম্যাচিং করে গয়নাগাটি কিনছেন। আবার অনেকে মনোযোগ দিয়েছেন শাড়িতেই। কোভিড পরিস্থিতি অনুযায়ী আগের তুলনায় বিক্রিবাটার হাল কিছুটা হলেও ফিরেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গড়িয়াহাটের ফুটপাত স্টলের শাড়ি বিক্রেতা সমীর রায়ের মন্তব্য, শুক্র থেকে রবিবার পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যায় ক্রেতারা কেনাকাটা করতে আসছেন। বেহালার বাসিন্দা বর্ষা চট্টোপাধ্যায় বলেন, ‘এবার বাইরে বেরোনো খুব একটা নিরাপদ নয়। তাই জামাকাপড়ের পরিবর্তে ঘর সাজানোর জিনিস কিনতে এসেছি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen