Semiconductor: প্রতিহিংসায় বিরোধী রাজ্য থেকে শিল্প তুলে নিচ্ছে মোদী সরকার?

রমেশ আরও উল্লেখ করেন যে এর আগেও একই রকম কয়েকটি ঘটনা ঘটেছে।

August 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: কংগ্রেস (Congress) নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) অভিযোগ তুলেছেন যে, মোদী সরকার (Modi government) ইচ্ছাকৃতভাবে বিরোধী দল-শাসিত রাজ্যগুলিকে সেমিকন্ডাক্টর (semiconductor) প্রকল্প থেকে বাদ দিচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, একটি বেসরকারি সংস্থা তেলেঙ্গানায় (Telangana) কারখানা স্থাপনের জন্য আবেদন করলেও তাকে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) স্থানান্তর করতে বাধ্য করা হয়েছে।

রমেশ আরও উল্লেখ করেন যে এর আগেও একই রকম কয়েকটি ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, তেলেঙ্গানার দু’টি প্রস্তাবিত সেমিকন্ডাক্টর প্রকল্পকে গুজরাতে (Gujarat) সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে তামিলনাড়ুর (Tamil Nadu) একটি প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন পেলেও, সেটিকে গুজরাতে স্থানান্তর করতে বাধ্য করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “প্রধানমন্ত্রী যখন রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতার কথা বলেন, তখন এই পক্ষপাতিত্ব (bias) কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?”

বিজেপির (BJP) পক্ষ থেকে এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের বক্তব্য, প্রকল্পের অবস্থান নির্ধারণ করা হয় পরিকাঠামো (infrastructure), পরিবহন সুবিধা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের ভিত্তিতে – রাজনৈতিক বিবেচনায় নয়। তবে বিরোধী নেতারা এই যুক্তিকে ‘ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেছেন। তেলেঙ্গানা ও তামিলনাড়ুর নেতারা সরাসরি এটিকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ (political vendetta) বলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের (general elections) পর থেকে কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্ত আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, সেমিকন্ডাক্টরের মতো শিল্পে এই ধরণের পক্ষপাতিত্ব দীর্ঘমেয়াদে আঞ্চলিক বৈষম্য (regional disparity) বাড়িয়ে তুলতে পারে, যা দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen