হোয়াটসঅ্যাপ চ্যাটে বড় ভিডিয়ো পাঠাবেন কী ভাবে? জানুন বিস্তারিত

এছাড়াও ভয়েস নোটের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন ইউজারেরা। এক কথায়, এক অ্যাপে প্রায় সব ফিচারই দিয়েছে WhatsApp। আর সেই এই অ্যাপ আট থেকে আশি সকলেরই পছন্দের।

June 9, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ভারত-সহ গোটা বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ WhatsApp। বিগত কয়েক বছরে Signal, Telegram-এর মতো মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বাড়লেও, তা WhatsApp-কে ছুঁতে পারেনি। শুধুমাত্র ভারতেই প্রায় 40 কোটি গ্রাহক প্রতিদিন এক প্রকার নিয়ম করেই WhatsApp ব্যবহার করে থাকেন। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট ছাড়াও WhatsApp-এর মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলও করা যায়। রয়েছে মাল্টিমিডিয়া ও ডকুমেন্ট ফাইল ট্রান্সফারের সুবিধাও। এছাড়াও ভয়েস নোটের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন ইউজারেরা। এক কথায়, এক অ্যাপে প্রায় সব ফিচারই দিয়েছে WhatsApp। আর সেই এই অ্যাপ আট থেকে আশি সকলেরই পছন্দের।

যদিও WhatsApp ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে 16MB-র থেকে বড় ভিডিয়ো অথবা 100MB-র থেকে বড় ফাইল পাঠানো যায় না। তাই, ছবি ও ভিডিয়ো পাঠানোর জন্য আদর্শ নয় এই অ্যাপ। তবে, আপনি যদি বড় ভিডিয়ো ফাইল বা কোনও ZIP ফাইলে একসঙ্গে অনেক ছবি WhatsApp-এর মাধ্যমে পাঠাতে চান, সে ক্ষেত্রে অন্য উপায় রয়েছে। WhatsApp-এর মাধ্যমে বড় ফাইল পাঠাবেন কী ভাবে? দেখে নিন।

ক্লাউড স্টোরেজ সার্ভিস – ইন্টারনেটের মাধ্যমে বড় ফাইল শেয়ার করার জনপ্রিয়তম উপায় এটি। Google Drive অথবা অন্য যে কোনও ক্লাউড স্টোরেজ সার্ভিসে একটি ফোল্ডার ক্রিয়েট করুন। তার জন্য Dropbox অথবা iCloud ব্যবহার করতে পারেন। যে ফাইল শেয়ার করতে চান, সেই ফাইলটি ক্লাউড প্ল্যাটফর্মে আপলোড করে, পাবলিক শেয়ার লিঙ্ক কপি করে নিন। এবার WhatsApp চ্যাটে সেই লিঙ্ক শেয়ার করে দিন।

যদিও, সব ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মে নির্দিষ্ট স্টোরেজ বিনামূল্যে ব্যবহার করা যায় না। তাই, চ্যাটের অপর প্রান্তের মানুষটিকে ডাউনলোড শেষ হলে, একবার নক করতে বলুন। ফাইলের প্রয়োজন শেষ হলে ক্লাউড সার্ভিস থেকে তা ডিলিট করে দিন।

WeTransfer – ক্লাউড স্টোরেজ থেকে ফাইল ডিলিট করার ঝামেলা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন WeTransfer। এই সার্ভিসে বিনামূল্যে 2GB পর্যন্ত ফাইল একবারে শেয়ার করা যায়। WeTransfer ওয়েবসাইট ওপেন করে, যে ফাইল শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন। আপলোড হয়ে গেলে আপনি একটি লিঙ্ক পাবেন। এই লিঙ্ক কপি করে নিন। সব শেষ সেই লিঙ্ক WhatsApp চ্যাটে শেয়ার করে দিন।

এই ভাবে WeTransfer অথবা ক্লাউড প্ল্যাটফর্মে আপলোড করে বড় ভিডিয়ো ফাইল WhatsApp চ্যাটে পাঠানো সম্ভব। যদিও এই উপায়ে ভিডিয়ো পাঠালে, চ্যাটের অপর প্রান্তের মানুষটিকে ভিডিয়ো ডাউনলোড করে তারপর তা প্লে করতে হবে। সরাসরি চ্যাটের মধ্যে ভিডিয়ো প্লে করতে পারবেন না। সে ক্ষেত্রে একটি ভিডিয়ো কমপ্রেসর অ্যাপ ব্যবহার করতে পারেন। ভিডিয়ো কোয়ালিটি কমিয়ে সাইজ ছোট করতে সাহায্য করবে এই অ্যাপ। তবে, ভিডিয়ো সাইজ খুব বেশি হলে আপনাকে ক্লাউড প্ল্যাটফর্মের সাহায্য নিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen