উন্নাও ধর্ষণ কাণ্ডে সেঙ্গারের জামিন, নির্যাতিতাকে মন্ত্রীর বিদ্রুপ! ‘নারী সুরক্ষা’ নিয়ে BJP-কে তুলোধোনা অভিষেকের

December 25, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৭: উন্নাও কাণ্ড একদিন সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই মামলার মূল অভিযুক্ত জামিনও পেয়ে গেলেন। ১৫ লক্ষ টাকার বন্ডে সে মুক্তি পেয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার (Kuldeep Singh Sengar)। এর প্রতিবাদে নির্যাতিতা ও তাঁর মা ইন্ডিয়া গেটে বসেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের জোর করে সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে অন্যদিকে উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভর ঘটনাটিকে হালকা করে উপহাসের সুরে বলেন, ‘কিন্তু ওর বাড়ি তো উন্নাওতেই…’, তারপরেই হেসে ওঠেন।

এই ঘটনার প্রেক্ষিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে অভিষেক বিজেপির ‘বেটি বাঁচাও’ স্লোগান এবং নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে উল্লেখ করেন, একদিকে যখন ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার জামিন পাচ্ছেন, তখন অন্যদিকে বিজেপির (BJP) শরিক দল এবং উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর (Om Prakash Rajbhar) ধর্ষিতাদের নিয়ে উপহাস করছেন। এই গুরুতর বিষয়ে বিজেপি নেতৃত্বের ‘পূর্ণ নীরবতা’ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বিজেপি শাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলার সমালোচনা করে অভিষেক লেখেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে আজ ‘বেটি বাঁচাও’-এর এই হল বাস্তব চিত্র।”

তিনি আরও তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “যখন সাজাপ্রাপ্ত ধর্ষকরা জেলের বাইরে ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা নিগৃহীতাদের নিয়ে বিদ্রূপ করেন, তখন বুঝতে হবে আমরা ন্যায়বিচার প্রার্থী প্রতিটি মেয়ে, প্রতিটি মহিলা এবং প্রতিটি পরিবারের কাছে ব্যর্থ হয়েছি।”

বিজেপি প্রায়শই নারী সুরক্ষার কথা বলে, সেখানে তাদের দলের প্রাক্তন বিধায়কের জামিন এবং শরিক নেতার অসংবেদনশীল মন্তব্যকে হাতিয়ার করে বিজেপির দ্বিচারিতা বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাওয়ের এক নাবালিকাকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের বাঙ্গেরমউয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গর ও তাঁর সহযোগী শশী সিংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় নিম্ন আদালত তদন্ত শেষে সেঙ্গরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই রায় খারিজ করে তাঁকে জামিন দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen