গুরুতর অসুস্থ দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৫:০০: গুরুতর অসুস্থ দমদমের তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। সপ্তাহ খানেক ধরে তিনি কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ব্রেন স্ট্রোকের পাশাপাশি ফুসফুসে মারাত্মক সংক্রমণের কারণে তাঁর স্বাস্থ্যের ঘোর অবনতি হয়েছে।
প্রবীণ সংসদের টাইপ-2 ডায়াবেটিস রয়েছে । এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ এবং সর্দি-কাশির সমস্যায় ভুগছেন । কয়েক মাস আগেই তাঁর দেহে পেসমেকার বসানো হয়।
চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ সাংসদ । মার্চ মাসে লোকসভা অধিবেশন চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তখন সংসদ ভবন থেকেই হুইলচেয়ারে করে তাঁকে বের করে আনা হয় । রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তখন তাঁকে ভর্তি করতে হয়নি। তারপর ৩০ এপ্রিল, অক্ষয়তৃতীয়ার দিন নিজের লোকসভা কেন্দ্রে এক মন্দির উদ্বোধনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌগত রায় । তখনও হাসপাতালে ভর্তি করতে হয়। হৃদযন্ত্রে কিছু সমস্যা থাকায় সেদিন অস্ত্রোপচার করে তাঁর শরীরে পেসমেকার বসানো হয় ৷