গণধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের গণধর্ষণের শিকার, যোগীরাজ্যে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

November 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০:  ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। গণধর্ষণের বিচার চাইতে গিয়ে খোদ পুলিশের হাতেই গণধর্ষিতা হতে হল যুবতীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। কেবল ধর্ষণ নয়, বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক পুলিশকর্মী নির্যাতিতার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ। মহিলার স্বামী থানায় গেলে তাঁকেও আটকে রাখা হয়। ফের প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তা।

জানা গিয়েছে, গত বছরের নভেম্বরে চার যুবক তরুণীকে অপহরণ করে আলিগড়ে নিয়ে যায়। তাঁকে মাদক খাইয়ে ৪৮ দিন ধরে বন্দি করে রাখা হয়। নির্যাতিতার দাবি, একাধিকবার গণধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে আসেন ওই নির্যাতিতা। পুলিশের দ্বারস্থ হন। এক সাব-ইন্সপেক্টর তাঁকে নিজের বাড়িতে ডাকেন। সেখানে তাঁকে দু’দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। আর এক পুলিশকর্মী বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের বিচার চাইতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছে। খুরজা এলাকার দুই পুলিশকর্মী তাঁকে দু’দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করেছেন।

অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকর্তারা। জানা গিয়েছে, গত সপ্তাহে ওই মহিলা আইজিআরএস পোর্টালের মাধ্যমে অনলাইনে অভিযোগ দায়ের করেছেন। বুলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ২৮ বছরের তরুণীকে চার যুবক মিলে গণধর্ষণ করেছিল। অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা গুরুতর। তাদের সাসপেন্ড করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen