গুকেশের প্রতিশোধ! নাকামুরার ‘রাজা’ হারিয়ে চ্যাম্পিয়নস শোডাউনে শীর্ষে ভারতীয় গ্র্যান্ডমাস্টার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১২.৫০: বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ দোম্মারাজু আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতের দাবার নতুন মুখ। মঙ্গলবার Clutch Chess: Champions Showdown–এর উদ্বোধনী দিনে তিনি মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে দিন শেষ করলেন শীর্ষে থেকে।
সাম্প্রতিক Checkmate: USA vs India প্রদর্শনী ম্যাচে নাকামুরা বিতর্ক সৃষ্টি করেছিলেন গুকেশের রাজাকে হাতে নিয়ে দর্শকসারিতে ছুড়ে ফেলেছিলেন তিনি। সেই ঘটনার প্রতিশোধ যেন আরও নিখুঁতভাবে নিলেন তরুণ ভারতীয় প্রতিভা। রাগোজিন ভ্যারিয়েশনে (QGD) খেলা ম্যাচে গুকেশের d3–এর বিশপ ও c4–e4–এর শক্তিশালী পন কাঠামো পুরোপুরি ভেঙে দেয় নাকামুরার প্রতিরক্ষা। ৩৪তম চাল পর্যন্ত চলা দ্বিতীয় খেলায় অবশ্য দুইজনই ড্র মেনে নেন। ম্যাচ শেষে দু’জনের মধ্যেই ছিল সৌজন্যমূলক করমর্দন, তবে নাকামুরা দ্রুত উঠে গেলেও গুকেশ তার অভ্যাসমতো শান্তভাবে ঘুঁটি গুছিয়ে নেন।
প্রথম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে শুরু করেও গুকেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ছয়টি খেলায় তিন জয় ও দুই ড্র মিলিয়ে মোট চার পয়েন্ট নিয়ে তিনি দিনের শেষে এককভাবে এগিয়ে। কার্লসেন আছেন দ্বিতীয় স্থানে ৩.৫ পয়েন্ট নিয়ে, নাকামুরা ৩ পয়েন্টে, আর ফাবিয়ানো কারুয়ানা ১.৫ পয়েন্টে পিছিয়ে।
১৮-গেমের এই র্যাপিড টুর্নামেন্টে প্রতিদিন পয়েন্টের মান বাড়বে—প্রথম দিনে জয়ে ১, দ্বিতীয় দিনে ২ এবং তৃতীয় দিনে ৩ পয়েন্ট। মোট পুরস্কার তহবিল ৪,১২,০০০ ডলার। প্রথম থেকে চতুর্থ স্থানের জন্য যথাক্রমে ১,২০,০০০, ৯০,০০০, ৭০,০০০ ও ৬০,০০০ ডলার নির্ধারিত। পাশাপাশি ৭২,০০০ ডলারের অতিরিক্ত বোনাসও রয়েছে ‘চ্যাম্পিয়নস জ্যাকপট’-এ। সমান পয়েন্ট হলে হবে টাই-ব্রেক প্লে-অফ।
গুকেশের এই জয় শুধু প্রতিশোধ নয়, বরং এক অনন্য বার্তা।