সেবাশ্রয় ২.০: মায়ের আকুল আর্তি, অসুস্থ ছেলের সমস্ত চিকিৎসার ভার নিলেন ‘মানবিক’ অভিষেক

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ছেলের কঠিন অসুখ, ‘সেবাশ্রয় ২’ ক্যাম্পে (Sebaashray 2) মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সামনে কান্নায় ভেঙে পড়লেন মা! সন্তানের মতো চোখের জল মুছিয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবকের সমস্ত চিকিৎসার ভার তুলে নিলেন মানবিক’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন সব রকম ভাবে পাশে থাকার।

ডায়মন্ড হারবারকে (Diamond Harbor) উন্নয়নের আদর্শ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুরু করেছেন তাঁর স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয় ২’। সোমবার, ১ ডিসেম্বর থেকে মহেশতলা বিধানসভা (Maheshtala Election) এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমার জন্মভূমি হয়তো কালীঘাট বা দক্ষিণ কলকাতা, কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবার। মৃত্যুর পরেও যদি ফেরার সুযোগ পাই, আমি আবার এই মাটিতেই ফিরতে চাই। মানুষের ভালোবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ।”

সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে শুরু হয়েছে এই উদ্যোগ। ক্যাম্পে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিশে গিয়েছেন মানুষের সঙ্গে। ছোটদের আদর করেছেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের বুকে টেনে নিয়েছেন।

এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন সুজাতা দত্ত, যিনি তাঁর বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলে প্রিন্সকে নিয়ে এসেছিলেন। ছেলেটির পায়ে সমস্যা রয়েছে। সাংসদকে দেখে তিনি আবেগে জড়িয়ে ধরেন। অভিষেকও তাঁকে আলিঙ্গন করেন এবং বড় দাদার মতো আশ্বাস দেন, সব সমস্যার সমাধানে পাশে থাকবেন। শুধু প্রিন্স নয়, বহু মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি, তাঁদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের পথ খুঁজেছেন।

‘সেবাশ্রয় ২’ কর্মসূচি চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় ধাপে ধাপে সাত দিন করে এই ক্যাম্প বসবে, মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ফলতা এবং শেষে ডায়মন্ডহারবারে। সূচি অনুযায়ী, ১ থেকে ৭ ডিসেম্বর মহেশতলায়, ৮ থেকে ১৪ ডিসেম্বর মেটিয়াবুরুজে, ১৫ থেকে ২১ ডিসেম্বর বজবজে এবং ২২ থেকে ৩০ ডিসেম্বর বিষ্ণুপুরে স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen