আরও ভাঙ্গনের মুখে বঙ্গ বিজেপি শিবির, তৃণমূলের সাথে যোগাযোগ একাধিক নেতার
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আচমকা কেন্দ্রের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ায় বিজেপি’র এক এমপি’র হাল দেখেই গেরুয়া শিবিরের একাংশ আতঙ্কে রয়েছেন।
Authored By:

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে গেরুয়া শিবিরের বেশ কয়েকজন যোগাযোগ রাখছেন বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে বিজেপির দুই এমপি, একজন বিধায়ক এবং এক মহিলা নেত্রীর নাম শোনা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আচমকা কেন্দ্রের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ায় বিজেপি’র এক এমপি’র হাল দেখেই গেরুয়া শিবিরের একাংশ আতঙ্কে রয়েছেন। কবে মন্ত্রিত্ব চলে যাবে কেউ জানে না। কবে পদ হারাতে হবে, তারও আগাম আন্দাজ মিলছে না।
অন্যদিকে, বাংলায় যেভাবে তৃণমূলের ঘাঁটি ক্রমশ শক্তিশালী হচ্ছে, তাতে নিকট ভবিষ্যতে বিজেপির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই বলেই ওয়াকিবহাল মহলের মত। তাই তৃণমূলে যোগ দিয়ে যদি রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া যায়, অথবা দলে কোনও দায়িত্ব, তাহলে ভালো হয়, বলেই মনে করছে বিজেপির একাংশ। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কেউই মুখ খুলতে নারাজ। তবে সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের এক বিজেপি এমপির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও এক তফসিলি এমপি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একইভাবে উত্তরবঙ্গের আরও এক বিধায়কও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন বলেই খবর। পাশাপাশি বিনোদন জগতের সঙ্গে যুক্ত রাজ্য বিজেপির এক নেত্রীও যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।