বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস বন্ধ, সিদ্ধান্ত মালিকদের

এই পরিস্থিতিতে বাস চালালে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ভাড়া বৃদ্ধি না হলে বাস চালানো সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের সিদ্ধান্ত।

December 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ধবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাধিক রুটে বাস ও মিনিবাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল মালিকপক্ষ। বাসমালিক সংগঠনের দাবি, লকডাউনের পরে যাত্রী সংখ্যা কমে গিয়েছে। তার উপরে দাম বেড়েছে ডিজেলের। এই পরিস্থিতিতে বাস চালালে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ভাড়া বৃদ্ধি (bus fare) না হলে বাস চালানো সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের সিদ্ধান্ত।        

এই রুটগুলিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে পরিষেবা-       

১২ রাজাবাগান-রাজাবাজার
১২-এ রাজাবাগান-হাওড়া
১২বি কমল টকিজ- এসপ্লানেড
১২এডি আক্রাফটক-হাওড়া 
৩৯ পিকনিক গার্ডেন-হাইকোর্ট
৩৯এ/২ হাওড়া স্টেশন-ভোজেরহাট
৩৯ হাওড়া স্টেশন-ভিআইপি বাজার

লকডাউনের পর পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রী সংখ্যা কমে গিয়েছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রদীপ নারায়ণ বসু। তিনি বলেন,’লকডাউনের আগে বাসে দৈনিক যাত্রী উঠতেন ৭০০ থেকে ৮০০। মিনিবাসে ৫০০ থেকে ৫৩০। বাসে এখন ওঠেন ৪০০ থেকে ৫০০ জন যাত্রী। মিনিবাসে ২০০ থেকে ২৫০ জন। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দাম। এই ভাড়ায় গাড়ি চালিয়ে লাভ উঠছে। তাই পরিষেবা বন্ধ করতে বাধ্য হলাম।’ সরকারের কাছে বাস ভাড়া বাড়ানোর দাবি করছে মালিকপক্ষ।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen