ছুটির দিনে দেশজুড়ে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

রবিবার মানেই ছুটির দিন, কিন্তু ছুটির দিনে যে ঘুরতে যাবেন তার উপায় নেই

July 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সংগৃহীত

রবিবার মানেই ছুটির দিন, কিন্তু ছুটির দিনে যে ঘুরতে যাবেন তার উপায় নেই। ছুটির দিনেই দেশব্যাপী ১৬৪টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। হাওড়া ও শিয়ালদহ শাখার একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও রয়েছে।

এক নজরে দেখে নিন হাওড়া ও শিয়ালদহের কোন কোন ট্রেন বাতিল হয়েছে?

হাওড়া থেকে:
ট্রেনের নাম ট্রেনের সময়
হাওড়া – চন্দনপুর লোকাল১০:৩০
হাওড়া – ব্যান্ডেল লোকাল১৩:১৫
হাওড়া – ব্যান্ডেল লোকাল১৪:৪০
হাওড়া- সিঙ্গুর লোকাল ১৯:১৫
হাওড়া – হরিপাল লোকাল ৬:৫২
হাওড়া – তারকেশ্বর লোকাল ১০:২০
হাওড়া – তারকেশ্বর লোকাল ১৩:৩৮
হাওড়া – তারকেশ্বর লোকাল ১৭:৪২
হাওড়া – তারকেশ্বর লোকাল ২০:০৫
হাওড়া- পান্ডুয়া লোকাল ১১:৪২
হাওড়া – মেমারি লোকাল ১৩:৪৩​

শিয়ালদহ থেকে:
ট্রেনের নাম ট্রেনের সময়
শিয়ালদা- রাণাঘাট লোকাল৮:০০
শিয়ালদা-নৈহাটি লোকাল৪:৪০

যদি এতগুলো ট্রেন কী কারণে বাতিল করে দেওয়া হল, তা নিয়ে রেলের তরফে কোন উত্তর মেলেনি। করোনার কারণে বহু ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, করোনা পরবর্তী সময়ে সেই ট্রেনগুলো আর পুনরায় চালু হয়নি। প্রসঙ্গত, কেবলমাত্র ১৬৪টি ট্রেন যে বাতিল করা হয়েছে তা নয়। আরও ২২ ট্রেন আংশিকভাবে বাতিল করেছে রেল। ২০ টি ট্রেনের পথ পাল্টে দেওয়া হচ্ছে। ৮টি ট্রেনের সময় বদলে দেওয়া হয়েছে। যেমন, বাঁকুড়া মুস্তাফাচক প্যাসেঞ্জার ট্রেনটিকে ১ ঘন্টা ৫০ মিনিট দেরিতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen