Sex Scandal: গেরুয়াধারী “ঘোষবাবু”-র অন্তরঙ্গ ভিডিও ভাইরাল!

ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া রঙের টি-শার্ট পরিহিত, মাথায় কাঁচা-পাকা চুল, এক ভদ্রলোককে এক মহিলার সঙ্গে যৌন মিলন করতে।

July 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:০০: ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া রঙের টি-শার্ট পরিহিত, মাথায় কাঁচা-পাকা চুল, এক ভদ্রলোককে এক মহিলার সঙ্গে যৌন মিলন করতে। ইউটিউব চ্যানেলের সঞ্চালক (anchor) ভদ্রলোকের নাম উহ্য রেখেই বলেন যে ওনার কাছে এই ভিডিও আজ সকালেই এসেছে “ঘোষের কীর্তি” নামে।

সামাজিক মাধ্যমে (social media) ভাইরাল হয়েছে বাংলার রাজনৈতিক মহলের পরিচিত মুখ “ঘোষবাবু”-র অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও (sex tape), যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েন, কানাঘুষো, আলোচনা। শুক্রবার একটি পরিচিত ইউটিউব (YouTube) চ্যানালে এই ভিডিও প্রকাশ করা হয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে এই ভিডিও। জানা যাচ্ছে, ইনি বাংলার বিরোধী দলের অত্যন্ত পরিচিত মুখ, এবং খুব সম্ভবত সেই দলের প্রাক্তন রাজ্য সভাপতিও (State President), যিনি সাম্প্রতিককালে খবরে রয়েছেন।

কানাঘুষো এও শোনা যাচ্ছে যে, যে ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশিত হয়েছে, তার সঞ্চালক বাংলার বিরোধী দলের কাঁথির (Contai) কোনো নেতার নিকটস্থ বলে পরিচিত। ভিডিওটি দেখলে বোঝা যায় যে সেই ফুটেজ কোনো সিসিটিভি (CCTV) ক্যামেরার নয়, সাধারণ ক্যামেরা বা মোবাইলে তোলা।

অর্থাৎ, এখানে রাজনৈতিক প্রতিহিংসার অ্যাঙ্গেল ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কারণ কাঁথির নেতার সঙ্গে যে “ঘোষবাবু”-র খুব বেশি বনিবনা নেই, তা আর বলার অপেক্ষা রাখেনা। কেউ প্রতিহিংসা বসত এই ভিডিও তুলে বাজারে ছেড়ে দিয়েছে, সেই সম্ভাবনাই প্রবল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen