‘যৌনকর্মী’ একটা পেশা, সম্মান আসুক বছরের ৩৬৫ দিন
অন্য পেশার মতোই যৌনকর্মীদেরও মগজ এবং শরীর দুটোই ব্যবহার করতে হয়, বললেন মহাশ্বেতা মুখার্জি।
March 8, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অনন্যাদের কুর্ণিশ জানাচ্ছে দৃষ্টিভঙ্গি। আমাদের টিম আজ পৌঁছে গেছিল কলকাতার যৌনপল্লী সোনাগাছিতে। কথা বলল দেহোপজীবীদের সাথে।
অন্য পেশার মতোই যৌনকর্মীদেরও মগজ এবং শরীর দুটোই ব্যবহার করতে হয়, বললেন মহাশ্বেতা মুখার্জি। দুর্বার মহিলা সমন্বয় কমিটির জনসংযোগ আধিকারিক তিনি। আর কী বললেন তিনি? জেনে নিন।