ট্রাম্প যৌন হেনস্তাকারী? নেটপাড়ায় ভাইরাল Ivanka Trump ও Donald Trump-র পুরনো ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.২৫: ট্রাম্পকে ঘিরে বিতর্ক আর শেষ হয় না! ইলন মাস্কের সঙ্গে ঝগড়া হোক বা ইরান-ইজরায়েল যুদ্ধে ঢুকে পড়া, বার বার বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে ট্রাম্পকে যৌন হেনস্তাকারী বলা হয়।
The Howard Stern Show-তে ২০০৬ সালে ইভাঙ্কা ট্রাম্প (Ivanka Trump) ও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিতি ছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্পকে যৌন হেনস্তাকারী বলা হলে তিনি বলেন, “হ্যাঁ ঠিক, এটাই সত্যি”। ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘Snopes’ জানিয়েছে, ভিডিওটি সত্যি। কোনওভাবেই তা AI বা অন্য প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি ‘The Howard Stern Show’-তে আমন্ত্রিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও ছেলে ডোনাল্ড জুনিয়র। শো চলাকালীন হাওয়ার্ড স্টার্ন, ইভাঙ্কার প্রেম জীবন নিয়ে প্রশ্ন করেন। ইভাঙ্কার প্রাক্তন প্রেমিক, চলচ্চিত্র প্রযোজক জেমস গুবেলম্যানের নাম উঠে আলোচনায়। হাওয়ার্ড স্টার্ন ইভাঙ্কাকে প্রশ্ন করেন, “তুমি তো নিশ্চয়ই ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করোনি?” ইভাঙ্কা জানান তিনি তা করেননি। স্টার্ন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, “কখনও কন্যার সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করেছ?” উত্তরে ট্রাম্প বলেন, না।
হাওয়ার্ড স্টার্ন বলে বসেন, “ডোনাল্ড, তুমি তো জানো যৌন হেনস্তাকারীদের ব্যাপারে, তাই না?” ট্রাম্প সম্মতি দেন। শো-র অন্যতম সঞ্চালিকা রবিন কুইভার্স বলে বসেন, তুমি নিজেই তো একজন! এরপর ট্রাম্পকে দেখা যায় ইভাঙ্কার দিকে তাকিয়ে বলতে—”ইটস ট্রু”। হাওয়ার্ড স্টার্ন তখন বলেন, “ও তো বলল, ঠিকই।” এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠছে। কটু কথাও বলছেন নেটিজেনরা।