যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ SFI নেতার বিরুদ্ধে

যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের এক ছাত্র, যিনি আবার এসএফআই-এর সদস্য, তাঁর শ্লীলতাহানি করেছেন।

February 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের এক নেতার বিরুদ্ধে।

নির্যাতিতা ছাত্রী সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ শেয়ার করে অভিযোগ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের এক ছাত্র, যিনি আবার এসএফআই-এর সদস্য, তাঁর শ্লীলতাহানি করেছেন। এই ঘটনার কথা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিকে জানালেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তারা। উলটে অভিযুক্ত ছাত্র নির্যাতিতাকে হুমকি দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনের সামনে বিক্ষোভে বসেন বেশ কয়েকজন ছাত্রী। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বিশ্ববিদ্যালয়কে।

এসএফআই-এর দাবি, ওই ঘটনা ঘটার আগেই গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ছাত্রকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। আক্রান্ত ছাত্রীর প্রশ্ন, তাহলে কেন সেই নথি আগে প্রকাশ্যে আনল না এসএফআই। নির্যাতিতা জানিয়েছেন, এই ধরণের অভিযোগে অভিযুক্তদের বরাবর আড়াল করার চেষ্টা করে এসএফআই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen